নিস শহরে গির্জার মধ্যে ঢুকে তিনজনকে নৃশংসভাবে হত্যা করছিল তিউনিশিয়ার এক যুবক। সেই সূত্রে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত তদন্তের পর তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। কারণ, তাঁদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, ছেড়ে দেয়া তিনজনের বয়স ৪৭, ৩৫ ও ৩৩ বছর। তবে আরো তিনজন এখনো পুলিশি হেফাজতে আছে।
তার মধ্যে একজন অভিযুক্ত তিউনিশিয়ার হত্যাকারীর সঙ্গে ফ্রান্সে ঢুকেছিল বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, গির্জায় আক্রমণের সঙ্গে মহানবী(সাঃ)-র কার্টুনের যোগ আছে। শার্লি এব্দো পত্রিকায় ওই কার্টুন প্রকাশিত হয়েছিল এবং তা দেখিয়েই শিক্ষক স্যামুয়েল প্যাটি স্কুলে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.