হোয়াইট হাউসে যাওয়ার ট্রাম্পের দুই পথ, বাইডেনের পাঁচটি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোটের হিসাবকে যদি একটা যাত্রাপথ বলে বিবেচনা করা হয়, তবে এটা সহজেই বোধগম্য যে হোয়াইট হাউসে যাওয়ার পথ একটি নয়, বিভিন্ন। দেশের বিভিন্ন অঙ্গরাজ্যে বিজয় নিশ্চিত করেই একজন প্রার্থীকে পৌঁছাতে হয়, সব মিলে ২৭০টি ইলেক্টোরাল ভোট সংগ্রহ করাই হচ্ছে লক্ষ্য। যেকোনো নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রার্থীরা তাঁদের নির্বাচনের কৌশল এমনভাবে নির্ধারণ করেন যেন তাঁদের বিজয়ের একাধিক পথ থাকে। কেননা, নির্বাচন মানেই হচ্ছে অনিশ্চয়তা। ভোটাররা কাকে ভোট দেবেন, সেটা একমাত্র তাঁরাই জানেন। ২০২০ সালের নির্বাচন তার ব্যতিক্রম নয়।
প্রায় নয় কোটি ভোটার ইতিমধ্যেই ভোট দিয়েছেন এবং ৩ নভেম্বরে কমপক্ষে আরও ছয় কোটি ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। এ পরিস্থিতিতে হিসাব হচ্ছে, রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পথ কোনটি, বিপরীতে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন কোন পথে পৌঁছাতে পারেন হোয়াইট হাউসে। যাঁর বেশি বিকল্প পথ আছে, তাঁর সম্ভাবনা বেশি বলেই ধরে নেওয়া হয়। এ ধরনের হিসাবের প্রথম ধাপ হচ্ছে এটা ধরে নেওয়া যে রাজনীতিতে নাটকীয় কোনো ধরনের বদল না ঘটে থাকলে পূর্ববর্তী নির্বাচনে যে দল যেসব অঙ্গরাজ্যে বিজয়ী হয়েছিল, সেগুলো তাদের প্রার্থী ধরে রাখতে পারবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.