করোনাভাইরাস: সিরিয়ায় ত্রাণ পাঠালো পাকিস্তান
সিরিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার মানবিক ত্রাণ সহযোগিতার প্রথম চালান পাঠিয়েছে। রবিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে দেশটি বলেছে, পাকিস্তানের একটি বিমান চিকিৎসা সরঞ্জাম, আড়াই লাখ মাস্ক, কয়েক হাজার প্রোটেক্টিভ গিয়ার এবং অন্যান্য স্বাস্থ্যসেবার পণ্য নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে রওয়ানা হয়।