শীতের লিপস্টিক কেমন হবে?
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ০৯:০০
নারীর সাজসজ্জায় লিপস্টিক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিভিন্ন রঙের লিপস্টিক ব্যবহার করা হয় ঠোঁট রাঙাতে। কিন্তু ঋতুভেদে এর ব্যবহারের ধারায় রয়েছে ভিন্নতা। গরমে যে ধরনের লিপস্টিক ব্যবহার করা যায়, শীতে সে ধরনের ব্যবহার করা যায় না। আবার শীতে আবহাওয়ার কারণেও প্রসাধনী ব্যবহারের কিছু ভিন্নতা তৈরি হয়। কারণ, এ সময় প্রাকৃতিকভাবে শরীর আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক ত্বকে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে যত্নবান হতে হয়।
ঠোঁট বেশ নাজুক জায়গা। ফলে এর উজ্জ্বলতা ঠিক রাখতে, এর সতেজতা ধরে রাখতে বাড়তি যত্ন নিতেই হয়। ঠোঁটকে মনকাড়া করে সাজাতে যুগে যুগে লিপস্টিকের ব্যবহারের ধরনে পরিবর্তন হয়েছে ব্যাপক। খেয়াল করলে দেখা যাবে, আজ থেকে বছর দশেক আগে, আর এই ২০২০ সালের লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে বেশ পার্থক্য তৈরি হয়েছে বিভিন্ন কারণে।