You have reached your daily news limit

Please log in to continue


সোনারগাঁয়ে জমি–খাল লুট

খাসজমি, খাল এবং ব্যক্তিমালিকানাধীন জমি অস্ত্রের মুখে লুটে নেওয়ার ঘটনা ডিজিটাল যুগের সঙ্গে একেবারে বেমানান। যাঁরা আমাদের উঠতে–বসতে উন্নতির গল্প শোনান, তাঁদের উচিত এসব ঘটনার দিকে মনোযোগ দেওয়া। এ অবস্থা নির্দেশ করে সমাজে ‘মগের মুল্লুক’ অবস্থা চলছে। এটা কতিপয় দুর্বৃত্তের বিচ্ছিন্ন দুর্বৃত্তপনা নয়। এ অবস্থা একটা অস্বীকৃত নৈরাজ্যের প্রতিফলন। সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব দুর্বৃত্তের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেয়, তা প্রকারান্তরে তাঁদের প্রতি সমর্থন।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনদুপুরে গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়া দিয়ে জমি ছিনতাই চলছে। বিষয়টি এ রকম নয় যে খাসজমি,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন