খাসজমি, খাল এবং ব্যক্তিমালিকানাধীন জমি অস্ত্রের মুখে লুটে নেওয়ার ঘটনা ডিজিটাল যুগের সঙ্গে একেবারে বেমানান। যাঁরা আমাদের উঠতে–বসতে উন্নতির গল্প শোনান, তাঁদের উচিত এসব ঘটনার দিকে মনোযোগ দেওয়া। এ অবস্থা নির্দেশ করে সমাজে ‘মগের মুল্লুক’ অবস্থা চলছে। এটা কতিপয় দুর্বৃত্তের বিচ্ছিন্ন দুর্বৃত্তপনা নয়।
এ অবস্থা একটা অস্বীকৃত নৈরাজ্যের প্রতিফলন। সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব দুর্বৃত্তের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেয়, তা প্রকারান্তরে তাঁদের প্রতি সমর্থন।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনদুপুরে গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়া দিয়ে জমি ছিনতাই চলছে। বিষয়টি এ রকম নয় যে খাসজমি,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.