You have reached your daily news limit

Please log in to continue


চুয়াডাঙ্গায় ছাত্রলীগ ও কৃষকলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা শোয়েব রিগানের ওপর নৃশংস হামলা হয়েছে। হামলাকারীদের কাছ থেকে রিগানকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন রিগানেরই মামা কৃষকলীগ নেতা মহাসিন। রোববার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এই নৃশংস হামলা হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই তাৎক্ষণিকভাবে ঢাকায় রেফার্ড করা হয়। এই হামলার ঘটনা কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন