‘লাভ জেহাদ’ নিয়ে চড়া সুর
চলতি বছর ফেব্রুয়ারিতেই সংসদে কেন্দ্র জানিয়েছিল, কোনও কেন্দ্রীয় সংস্থাই ‘লাভ জেহাদে’র বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি। আইনেও ‘লাভ জেহাদে’র অস্তিত্ব নেই। কিন্তু তার পরেও শব্দটি নিয়ে হঠাৎই সক্রিয় হয়ে প্রচারে নেমে পড়েছেন বিজেপির দুই মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ এবং মনোহরলাল খট্টরের হরিয়ানা।
বিয়ের জন্য ধর্মান্তরণের প্রশ্নে ইলাহাবাদ হাইকোর্টের রায়ের উল্লেখ করে গত কালই এক সভায় ‘লাভ জেহাদে’র বিরুদ্ধে পরোক্ষে হুমকি দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের হুঁশিয়ারি দিয়ে উত্তর ভারতে হিন্দুদের শেষ যাত্রায় ব্যবহৃত ‘রাম নাম সত্য হ্যায়’ ধ্বনি তুলেছেন যোগী। তুলেছেন নয়া আইন আনার কথাও। এক দিন পরেই হরিয়ানার মুখ্যমন্ত্রীও জানিয়ে দিলেন, তাঁর সরকার ‘লাভ জেহাদ’ ঠেকাতে আইন আনার কথা ভাবছে। এমনকি কেন্দ্রও এ ব্যাপারে আইন আনার কথা ভাবছে বলে দাবি তাঁর।