যোগীর হুঙ্কার সার, মোদীর ছাড় মজুতে

আনন্দবাজার (ভারত) উত্তর প্রদেশ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ০৫:২৩

নতুন কৃষি আইন এনে যত ইচ্ছে আলু-পেঁয়াজ মজুতের ছাড়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার হুঙ্কার ছাড়লেন— মজুতদারদের কঠোরতম শাস্তি দেবে তাঁর সরকার। কাউকে রেয়াত করা হবে না।

ঢাকঢোল পিটিয়ে, বিরোধীদের আপত্তি উড়িয়ে সংসদে পাশ করিয়ে তিন কৃষি আইন জারির এক মাসের মাথাতেই তা নিয়ে প্রশ্নের মুখে মোদী সরকার। কারণ আলু, বিশেষ করে পেঁয়াজের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা, আলু কেজি প্রতি ৭০ টাকা দরেও বিক্রি হচ্ছে। বিজেপি সূত্রের খবর— বিহারের বিধানসভা ভোট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যে উপ-নির্বাচনের মধ্যে তা দলীয় নেতৃত্বের চিন্তার কারণ হয়ে উঠেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের ৮টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার ৪৮ ঘণ্টা আগে, রবিবার যোগী আদিত্যনাথকে কার্যত মোদী সরকারের নীতির বিরুদ্ধেই হুঙ্কার ছাড়তে হয়েছে। তাঁর বক্তব্য, ‘‘আলু, পেঁয়াজ, কাঁচা আনাজ ও ডালের মতো অত্যাবশ্যক পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা উত্তরপ্রদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও