অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করেছে ইংল্যান্ড
ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আবারও লকডাউন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এ লকডাউন স্থায়ী হবে। এছাড়া দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করেছে বরিস প্রশাশন।
বেশিরভাগ ক্ষেত্রে লকডাউনের মধ্যে মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ রেস্তোঁরাগুলো বন্ধ করতে হবে, সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ইত্যাদি। এছাড়া চার সপ্তাহের জন্য ইংল্যান্ড দেশীয় বা আন্তর্জাতিক যাই হোক না কেন সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ থাকবে। দেশটির কর্মকতারা জানিয়েছেন,