ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী আটক
ভবনের পাঁচ তলা থেকে পড়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাজুল ইসলাম (৪৯) নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার তৃতীয় স্ত্রী রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। নিহত তাজুল ইসলাম কেশরপাড় গ্রামের জমাদার বাড়ির আনোয়ার উল্যার ছেলে।
জানা গেছে, তাজুল ইসলাম তিনটি বিয়ে করেছিলেন। অটোরিকশাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। এই সুবাদে স্থানীয় কানকিরহাট বাজারের আর.এস টাওয়ারের তৃতীয় স্ত্রী রাজিয়া বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। গত ২৮ অক্টোবর সকালে ওই ভবনের পাঁচ তলার বেলকুনি থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হন তাজুল। পরে স্থানীয়রা তাকে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কারানো হয়। শনিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজুলের মৃত্যু হয়।