টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে প্রথমে অভিযোগ করা হলেও পুলিশের ধারণা, দাম্পত্যকলহের জের ধরে তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ব্যাপারে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা করা হয়েছে। নিহত গৃহবধূ হলেন নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের মজের আলীর মেয়ে রোজিনা আক্তার (২২)। গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নাগরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাহালুল খান ও স্থানীয়রা জানান, চার বছর আগে উপজেলার ভারড়া ইউনিয়নের রেহাই মীরকুটিয়া গ্রামের নওশের আলীর ছেলে মাটিকাটা শ্রমিক জয়নাল আবেদীন বাবুর সঙ্গে রোজিনার বিয়ে হয়। তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়। গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাত ১১টার দিকে বাড়ির পাশ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় রোজিনাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রোজিনার ভাই আল আমিন বাদি হয়ে রোজিনার স্বামী জয়নাল আবেদীন বাবু, তার শ্বশুর নওশের আলী ও শ্বাশুড়ি রেণু বেগমকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রবিবার থানায় মামলা দায়ের করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.