বেলজিয়ামে মহানবী (সা.) এর কার্টুন দেখিয়ে বরখাস্ত হলেন এক শিক্ষক

সংবাদ বেলজিয়াম প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ১৫:০২

বেলজিয়ামের একজন শিক্ষক ফ্রান্সের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যাকাণ্ড প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র দেখিয়ে বরখাস্ত হয়েছেন । সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, প্যাটি মুহাম্মদ (সা.) এর যে ব্যঙ্গচিত্র দেখানোর পর হত্যার শিকার হন ওই শিক্ষক সেই একই কার্টুনই প্রদর্শন করেন। বেলজিয়ামের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানিযেছে।

স্কুলটির অবস্থান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক পৌরসভায়। বেলজিয়ান ওই শিক্ষক প্যাটির হত্যার বিষয়টি ব্যাখ্যা করতে যেয়ে ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোর ছাপানো রাসুল (সা.) একটি কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর তাবে বরখাস্ত করা হয়।

মোলেনবিক শহরের মেয়রের মুখপাত্র বলেন, ‘এই কার্টুনগুলো যে অশ্লীল তার ভিত্তিতেই আমাদের এই সিদ্ধান্ত। যদি এটা নবী (সা.) এর নাও হতো তাহলেও আমরা একই কাজ করতাম। তিনি বলেন, শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে ছিল। দুই-তিনজন অভিভাবক এ নিয়ে অভিযোগও জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও