![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/aishwarya-rai-2011010638.jpg)
আজ ঐশ্বরিয়ার জন্মদিন
সেই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় উঠেছিল ঐশ্বরিয়া রায়ের। আজ (১ নভেম্বর) তার ৪৭তম জন্মবার্ষিকী। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারই বেশ আয়োজন করেই পালিত হয় ঐশ্বরিয়ার জন্মদিন।
২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে নামের পাশে বচ্চন পদবি জুড়েছেন। আরাধ্য বচ্চন নামে সাত বছরের কন্যাসন্তানও রয়েছে। বয়সকে হার মানিয়ে চিরসবুজ ঐশ্বরিয়া বড়পর্দায় বেছে বেছে কাজ করলেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রথম সারিতে থাকেন।