![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F07%252F16%252Fee01254c8d8ecde1c374862c4ee852b3-5d2cc1dd6df06.jpg%3Frect%3D0%252C0%252C960%252C504%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
স্কারলেটের তৃতীয় বিয়ে ‘গোপনে’
প্রথম আলো
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ১১:৪১
আবার বিয়ে করেছেন ‘ব্ল্যাক উইডো’ ছবির অভিনেত্রী স্কারলেট জোহানসন। তাঁর নতুন বর কমেডিয়ান কলিন জস্ট। এটি ৩৮ বছর বয়সী কলিনের প্রথম ও ৩৪ বছরের স্কারলেটের তৃতীয় বিয়ে। এর আগে তিনি হলিউড অভিনেতা রায়ান রেনল্ডস এবং সাংবাদিক রোমেইন ডরিয়াককে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে স্কারলেট ও রোমেইনের ঘরে একটি মেয়ে জন্ম নেয়। জোহানসনের মুখপাত্র স্কারলেট ও কলিনের বিয়ের খবর নিশ্চিত করেছেন।