উমরার তৃতীয় ধাপ শুরু, সুযোগ পাবেন বিদেশিসহ দৈনিক ২০ হাজার মুসল্লি
বৈশ্বিক মহামারি করোনার ধাক্কা কাটিয়ে ৪ অক্টোবর থেকে পবিত্র উমরার কার্যক্রম শুরু হয়। কয়েকটি ধাপ পেরিয়ে সফলভাবে প্রায় এক মাস পর রোববার (১ নভেম্বর) থেকে বিদেশি যাত্রীরা পবিত্র উমরা পালনের সুযোগ পাচ্ছেন।
পূর্ব ঘোষণা মতে এখন থেকে দৈনিক ২০ হাজার মুসল্লি উমরা পালন এবং ৬০ হাজার মুসল্লি মসজিদে হারামে নামাজ আদায়ের সুযোগ পাবেন। করোনা মহামারি দূর হওয়ার পর মসজিদে হারাম ও উমরার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।