কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাত জাগা তরুণের কারণে বাঁচল ৭৫ প্রাণ

ডেইলি বাংলাদেশ মুম্বাই প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ২১:৩৪

রাত জেগে ওয়েবসিরিজ দেখা এক তরুণের সচেতনতায় ভবন ধসের হাত থেকে ৭৫ জন প্রাণে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এই ঘটনা ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, শহরটির ডোম্বিভিলির কোপার এলাকায় স্থানীয় সময় ভোরে ৪০ বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ে। বাড়িটিতে বসবাস করতেন ১৮টি পরিবার। সবমিলিয়ে ৭৫ জন বাসিন্দা হবে। ভোর সাড়ে ৪ টার সময় সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

একমাত্র জেগে ছিলেন কুনাল মোহিতে নামে এক তরুণ। সে তখন অনলাইনে ওয়েবসিরিজ দেখছিল। মূলত তার কারণেই প্রাণে বাঁচেন পুরো বিল্ডিংয়ের বাসিন্দারা। এক সাক্ষাৎকারে কুনাল জানায়, ভোর সাড়ে চারটার সময় দুর্ঘটনাটি ঘটে। সে সময় সে বসে ওয়েবসিরিজ দেখছিল। তখনই তার রান্না-ঘরের একাংশ ভেঙে পড়ে। বিপদ বুঝতে বেশি সময় লাগেনি তার। মুহূর্তের মধ্যে বাড়ির বাসিন্দাদের জাগিয়ে তোলেন সে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও