সন্তান কোলে হাজির হলেন নায়িকা
প্রথম আলো
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ২১:১৭
প্রায় সাড়ে তিন মাস পর মা হওয়ার খবর দিলেন ঢালিউড অভিনেত্রী জলি। তাঁর মেয়ের নাম সেহেমাত রহমান। গল্পচ্ছলে শুক্রবার বিকেলে প্রথম আলোকে মেয়ের জন্মের খবর দেন তিনি।
গত ১৭ জুলাই উত্তরার একটি হাসপাতালে জন্ম নেয় জলির মেয়ে। পরিবার ও আত্মীয়স্বজন ছাড়া খবরটি জানতেন না বিনোদন অঙ্গনের সহকর্মীরা। জলি বলেন, ‘সাড়ে তিন মাস হলো মেয়ের মা হয়েছি। কাউকে জানাইনি। এখন মনে হলো জানানো দরকার।’