বিয়ের আগে সঙ্গীর সঙ্গে খোলাখুলি যে আলোচনা করবেন
আরটিভি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৪:৪৯
নভেম্বর মানেই বিয়ের মৌসুম। যদিও এবার করোনা আবহে দিনক্ষণ তেমন নেই, তাও বিয়ের বাদ্যি নেহাত কম বাজছে না। সেসব দেখেই হয়তো আপনিও ভাবছেন নিজের বিয়ের কথা। প্রেমের বয়স দুবছর? বাকিদের দেখে বিয়ের কথা ভাবছেন? তার আগে ভেবে নিন কিছু পয়েন্ট।
বিয়ের পর সব সমস্যার সমাধান হয় না
বিয়ে করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে, এমনটা ভাববেন না। খুব ভুল ধারণা। সমস্যার সমাধান না হলে তা বাড়ে। কমে না। আর বিয়ে কখনই সমাধান নয়। প্রেম করার সময় যে যে ঝামেলা হত, বিয়ের পর সেই ঝামেলাই মস্ত বড় আকার নেয়। বিয়ে মানেই দুটো মনের মিলন। একসঙ্গে পথ চলা। হোস্টেল নয় যে, সুপারের কাছে অভিযোগ জানালেই রুমমেট বদলে দেবে। বরং এখানে অনেক বেশি মানসিক অশান্তি রয়েছে। তাই সবদিক বুঝে শুনে এবং অবশ্যই নিজেদেরটা গুছিয়ে তবেই বিয়ে করুন। সবাই করছে বলেই যে আমাকে করতে হবে এমন কিন্তু নয়।
- ট্যাগ:
- লাইফ
- বিয়ে পরিকল্পনা
- জীবনসঙ্গী