ফেসবুকে ধর্ম অবমাননা: এক সপ্তাহে ৫ শিক্ষার্থী বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় গত এক সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে শাস্তিস্বরূপ সাময়িকভাবে বহিষ্কার করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ধরনের অভিযোগে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভও করেছেন শিক্ষার্থীরা। সর্বশেষ শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রায়হান রোমানকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক হতে শুরু করে প্রাক্তনদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করার জন্য জোর আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।