কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রাম্প না বাইডেন, কে জিতবেন?

ডেইলি স্টার আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৪:৪৯

‘ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবেন অর্থনীতির কারণে। এতকিছুর মধ্যে ট্রাম্প আমেরিকার অর্থনীতি ঠিক রাখতে সক্ষম হয়েছেন। করোনা মহামারির কারণে মানুষ কাজ হারিয়েছে, এটা সত্য। আবার কাজ ফিরে পেয়েছে, পাচ্ছে— এটাও সত্য। আমি নিজেই কাজ ফিরে পেয়েছি। ট্রাম্প একজন সফল ব্যবসায়ী বলেই আমেরিকার অর্থনীতি ঠিক রাখতে পেরেছেন। জনমত জরিপ সঠিক হবে না। যেমন সঠিক হয়নি গত নির্বাচনে। ট্রাম্প গণমাধ্যমকে গুরুত্ব দেন না। সে কারণে গণমাধ্যম তার বিরুদ্ধে এসব জরিপ হাজির করছে। পপুলার ভোটের পাশাপাশি প্রয়োজনীয় ২৭০টির চেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্প পাবেন’, বলছিলেন মেরিল্যান্ডের বাসিন্দা বাংলাদেশি-আমেরিকান ড্যানিশ রোজারিও।

জো বাইডেনের বিজয়ের বিষয়ে কোনো সন্দেহ নেই ওকলাহোমার বাসিন্দা বাংলাদেশি-আমেরিকান মাহমুদ শাহ আশরাফের। ‘ট্রাম্প আমেরিকার অর্থনীতিকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে। ট্রাম্পের নীতিতে লাভবান হয়েছে অল্প কিছু সংখ্যক বড় ব্যবসায়ী। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তীব্র আর্থিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। ট্রাম্পের উদ্ভট কথা ও আচরণে আমেরিকানরা বিরক্ত, ক্ষুব্ধ। জনমত জরিপে ট্রাম্প যে আট থেকে দশ পয়েন্টে পিছিয়ে আছেন, সেটা তারই প্রমাণ। ট্রাম্পের তুলনায় জো বাইডেন যে খুব যোগ্য প্রার্থী, তা হয়তো নয়। কিন্তু, আরও চার বছর ট্রাম্পকে মানুষ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। পপুলার ভোট হিলারি যেমন বেশি পেয়েছিলেন, জো বাইডেন তারচেয়ে বেশি পাবেন। আর ইলেকটোরাল কলেজ ভোট দরকার ২৭০টি। এখনকার হিসেব অনুযায়ী ডেমোক্রেটরা পাবেন ২৯০টি। তবে, এই সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছি’, যোগ করেন মাহমুদ শাহ আশরাফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও