নারী নির্যাতনের ইস্যুতে সবার আগে প্রশ্ন আসে, কেন সে নির্যাতিত হলো? কী সমস্যা ছিল নারীর? আলোচনায় আসে না নারীকে যারা নির্যাতন করে তারা কারা। কী তাদের পরিচয় বা কোন মানসিকতা থেকে তারা নারী নির্যাতন ঘটায়? যেকোনো অপরাধেরই শাস্তির দাবি থাকা উচিত সবার আগে, অথচ ঘুরেফিরে আলোচনা চলে যায় ভিন্ন খাতে।
সম্প্রতি দেশব্যাপী চলতে থাকা নারী ও শিশু ধর্ষণের ঘটনায় যখন সাধারণ নাগরিকের উদ্বেগ বেড়েই চলেছে, তখন আমাদের বাংলা সিনেমা জগতের একজন প্রথম সারির নায়ক অনন্ত জলিলসহ অনেকেই হাজির হয়েছেন অদ্ভুত সব তত্ত্ব নিয়ে। যদিও সমালোচনার মুখে অনন্ত জলিল ক্ষমা প্রার্থনা করে বক্তব্যের কিছুটা পরিবর্তন এনেছেন, কিন্তু মগজের মধ্যে ঢুকে থাকা পুরুষতান্ত্রিক যে চিন্তা, তা থেকে তিনি আদৌ মুক্ত হয়েছেন কি?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.