জন্ম তাঁর যুক্তরাষ্ট্রে। ক্যারিয়ারের সুবাদে বিশ্বব্যাপী পরিচিতি পেলেও মিশেল অ্যানের আবাস যুক্তরাষ্ট্রেই। পছন্দ-অপছন্দগুলোও তেমনটাই স্বদেশিদের মতোই। খেলাধুলার জগতে আল্টিমেট ফাইটিং, রেসলিং ও বাস্কেটবল নিয়েই আগ্রহ বেশি। তবে ইদানীং ক্রিকেট ও ফুটবলের প্রতিও আগ্রহ বেড়েছে অ্যানের। প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র শিল্পে কেন্দ্রা লাস্ট নামে পরিচিত এই অভিনেত্রী গত কয়েক দিনে ক্রিকেট ও ফুটবল ভক্তদের আলোচনায় চলে এসেছেন টুইট করে।
নিজেকে সব ধরনের খেলার ভক্ত হিসেবে দাবি করেন কেন্দ্রা। তবে এত দিন সে আগ্রহ শুধু যুক্তরাষ্ট্রে জনপ্রিয় খেলাগুলো ঘিরেই বলে জানতেন সবাই। তবে এবারের আইপিএলে আচমকা প্রীতি জিনতার সঙ্গে ক্রিকেট খেলতে চেয়েছেন সপ্তাহের শুরুতে। খেলাধুলার জগতে বিচরণ এখানেই না থামিয়ে গতকাল ফুটবলেও পা বাড়িয়েছেন। এভারটন তারকা হামেস রদ্রিগেজের খোঁজখবর নিয়েছেন কেন্দ্রা। হামেস দ্রুত সুস্থ হয়ে উঠবেন, সে আশা জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.