![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgayle1-20201031122118.jpg)
সেঞ্চুরি মিস করে ব্যাট ছুড়ে মারলেন গেইল (ভিডিও)
অক্টোবর মাসের শেষ শুক্রবারের রাতটা পুরোপুরি মিশ্র অভিজ্ঞতার হয়ে রইলো ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের জন্য। ব্যাট হাতে এদিন গড়েছেন জোড়া কীর্তি, আবার এর বাইরে সাক্ষী হয়েছেন দুইটি নেতিবাচক ঘটনারও। যার একটি দলীয়, অন্যটি আবার ব্যক্তিগত পর্যায়ের।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে ৬৩ বলে ৯৯ রানের ইনিংস খেলেছেন গেইল। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন তিনি। আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুইটি ৯৯ রানের ইনিংস খেললেন তিনি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যাওয়ায় সেঞ্চুরি করতে পারেননি তিনি।