ঝালকাঠিতে যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডার ও পেট্রল বিক্রি

জাগো নিউজ ২৪ ঝালকাঠি প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১০:৫৯

ঝালকাঠিতে নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার ও পেট্রল। অনুমোদন ছাড়া পেট্রলজাতীয় দাহ্য পদার্থ বিক্রির বিধান না থাকলেও রাস্তা-ঘাট, হাট-বাজার ও সড়কের মোড়ে এলপি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি জারিকেন ও বোতলে পেট্রল বিক্রি হচ্ছে। তবে কারা এগুলো বিক্রি করছে সে সংক্রান্ত কোনো তথ্য সরকারের দফতরে নেই।

সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার, পেট্রল, মবিল বিক্রির জন্য কমপক্ষে পাকা মেঝেসহ আধাপাকা ঘর, অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যবসায়ী এই শর্তগুলো পূরণ করলেই কেবল পেট্রলজাতীয় দাহ্য পদার্থ বিক্রির নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। লাইসেন্সবিহীন দাহ্য পদার্থ বিক্রি করা যাবে না। কিন্তু আইনের তোয়াক্কা না করেই খোলা বাজারে চলছে এই ব্যবসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও