পামওয়েল ও রাবার শিল্পে অবৈধদের বৈধ করবে মালয়েশিয়া

আরটিভি মালয়েশিয়া প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ০৮:৩৭

মালয়েশিয়ায় অবৈধদের বৈধতা দেয়ার কথা ভাবছে সরকার। তবে তা কেবল পামওয়েল ও রাবার শিল্পের জন্য। শুক্রবার নিজ এলাকা পাগোহ’তে চায়নিজ কমিউনিটি ও চায়নিজ বেসরকারি সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সরকারি সংবাদ সংস্থা বারনামা এ খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, চলমান শ্রমিক সঙ্কট মেটাতে এসব খাতে অবৈধ শ্রমিকদের এক বা দুই বছরের জন্য বৈধতা দেয়ার বিষয়ে চিন্তা করছে সরকার। করোনা মোকাবেলায় যেহেতু বাইরে থেকে শ্রমিক আনা সম্ভব হচ্ছে না সেহেতু এটিই সময়োপযোগী সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
সাধারণ ক্ষমার আওতায় এনে বৈধকরণ নামে এ প্রক্রিয়া চালু করা যেতে পারে। তবে বিভ্রান্তি দূর করতে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানি ও মানবসম্পদমন্ত্রী বিস্তারিত জানাবেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও