গোটা পৃথিবীর অর্থনীতির চেয়েও দামি

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ০৮:০০

আর ১০টা গ্রহাণুর সঙ্গে এর তফাৎ তো আছেই। আকারটা বড়সড়। দামটাও চড়া। শুধু চড়া নয়, বিজ্ঞানীরা বলছেন, গোটা পৃথিবীর মোট অর্থনীতির চেয়েও দামী।

জ্যোতির্বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘সিক্সটিন সাইকি’। মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মধ্যে যে গ্রহাণুমণ্ডল বা অ্যাস্টেরয়েড বেল্ট, সেখানে সিক্সটিন সাইকির অবস্থান।

গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণার ভাষ্য যদি ঠিক হয়, তবে পুরো গ্রহাণুটি ধাতব পদার্থের তৈরি। তার চেয়েও বড় কথা, সে ধাতবের দাম ১০ হাজার কোয়াড্রিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। ১ এর পিঠে ১৯টি শূন্য, অর্থাৎ ১ লাখ কোটি কোটি ডলার। টাকায় হিসাব করতে চাইলে আবার ৮৫ দিয়ে গুণ দিন। গোটা পৃথিবীর অর্থনীতির চেয়ে ঢের বেশি তো বটেই।

গবেষণাপত্রটির প্রধান লেখক এবং যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ট্রেসি বেকার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রায় পুরোটাই ধাতবে তৈরি এমন উল্কাপিণ্ডের খোঁজ আমরা পেয়েছি। তবে সাইকি সেদিক থেকে অনন্য। হতে পারে গ্রহাণুটি পুরোটাই লোহা ও নিকেলের তৈরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত