![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/10BCA/production/_115145586_800-motion-poster-1200.jpg)
শ্রীলংকারক্রিকেটার মুরলীধরনকে নিয়ে সিনেমায় ভারতে বিতর্ক কেন
শ্রীলংকার সাবেক ক্রিকেট তারকা মুথাইয়া মুরলীধরন বলছেন তার জীবন নিয়ে যে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা রয়েছে, তা নিয়ে তুমুল বাকবিতণ্ডা এবং প্রতিক্রিয়া হলেও ছবিটি মুক্তি পাবেই। দক্ষিণ ভারতে এই ছবি তৈরি নিয়ে বিক্ষোভ ও বিতর্কের জেরে নাম ভূমিকায় যিনি অভিনেতা ছিলেন তিনি ছবি করবেন না বলেছেন। তার সঙ্গে কথা বলেছেন বিবিসির নলিনী সিভাথাসন এবং ব্যাখ্যা করেছেন কী নিয়ে এই বিতর্ক?
"আমাকে নিয়ে যে কত বিতর্ক হয়েছে, শুধু ক্রিকেটের জগতেই নয়, জীবনের নানা ক্ষেত্রে এত বাধা পেরোতে হয়েছে। যেসব বহু চ্যালেঞ্জের মুখে আমাকে পড়তে হয়েছে, এটা সেগুলোর মধ্যে মাত্র একটা মাত্র," বলেন ৪৮ বছর বয়স্ক ক্রিকেটার মুরলীধরন।