মাস্ক না পরলে রাস্তা ঝাড়ু দেওয়ার শাস্তি

এনটিভি মহারাষ্ট্র প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ২২:০৫

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রথম থেকেই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলাকে গুরুত্ব দিতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে কে শোনে কার কথা। সচেতন হওয়ার পরিবর্তে মানুষের স্বাস্থ্যবিধি মানতে ঢিলেঢালাভাব লক্ষ্য করা যায়।

এই অবস্থায় অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। রাজ্যের প্রশাসন জানিয়েছে, মাস্ক না পরে ট্রেনে চড়লেই গুনতে হবে ২০০ টাকা জরিমানা। আর জরিমানা না দিতে পারলে হাতে তুলে দেওয়া হবে ঝাড়ু। এক ঘণ্টা পরিষ্কার করতে হবে রাস্তা।

হিন্দুস্তান টাইমস জানায়, মানুষকে মাস্ক পরার ক্ষেত্রে বাধ্য করতে মহারাষ্ট্র সরকার অভিযুক্ত ব্যক্তিকে দিয়ে সমাজসেবামূলক এ কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুধু ট্রেন স্টেশনে নয়, অন্যান্য জনবহুল স্থানেও এই নিয়ম প্রয়োগ করা হবে। আগামী সপ্তাহ থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। এরই মধ্যে রাজ্যের কিছু এলাকায় নতুন এ নিয়ম কার্যকর শুরু হয়ে গেছে।

ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ৮৮ হাজার ৮৫১ জন। তবে সম্প্রতি সংক্রমণ কিছুটা কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও