ইউরোপগামী নৌকা ডুবে ১৪০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

সমকাল সেনেগাল প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ২১:৩৭

স্পেনের ক্যানারি আইল্যান্ড দিয়ে ইউরোপে যাওয়ার সময় সেনেগাল উপকূলে নৌকাডুবে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, শনিবার নৌকাটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়।

নৌকায় অন্তত ২০০ অভিবাসী ছিলেন। এ ঘটনায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

তবে নিহতদের পরিচয় জানায়নি উদ্ধারকারীরা। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম।

২০১৮ সাল থেকে এই রুট পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জন্য জনপ্রিয় হয়ে ওঠে। চলতি বছর এ পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে সাগরে ডুবে ৪১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তবে ১৪০ জনের মৃত্যুর ঘটনাটি ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে জানিয়েছে জাতিসংঘ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও