কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঞ্চয়পত্র: সরকারের ঋণের বোঝা বাড়ছেই

বিডি নিউজ ২৪ জাতীয় সঞ্চয় অধিদপ্তর প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৯:৫৩

করোনাভাইরাসের মধ্যেও সঞ্চয়পত্র বিক্রি বেড়েই চলেছে, যার ফলে সরকারের ঋণের বোঝাও বাড়ছে। করের হার বাড়িয়ে, কড়াকড়ি আরোপ করেও ‘সবচেয়ে নিরাপদ বিনিয়োগ’ হিসেবে পরিচিত সঞ্চয়পত্রের বিক্রি ঠেকাতে পারছে না সরকার।

বাজেট ঘাটতি মেটাতে সরকার চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ করার যে লক্ষ্য ধরেছিল, তার প্রায় ৬০ শতাংশ তিন মাসেই নেওয়া হয়ে গেছে।

এভাবে সরকারের ভবিষ্যৎ ঋণের বোঝা বেড়ে গেলে বাজেট ব্যবস্থাপনায় চাপ পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতির গবেষকরা।

সর্বশেষ সেপ্টেম্বর মাসে এই খাত থেকে চার হাজার ২০৭ কোটি ২৭ লাখ টাকা ঋণ নিতে হয়েছে সরকারকে, যা গত দেড় বছরের মধ্যে সবচেয়ে বেশি।

চলতি অর্থবছরের বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে যে ২০ হাজার কোটি টাকা ধার করার লক্ষ্য ধরেছে, তার ১১ হাজার ৬৬২ কোটি ৩১ লাখ টাকা তিন মাসেই নিয়ে ফেলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও