কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মিথও সরে গেলেন নিজ দেশের বিগ ব্যাশ থেকে

জাগো নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৯:২৫

দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরেছে ঠিক, কিন্তু এটি করার জন্য মানতে হচ্ছে কড়াকড়ি স্বাস্থ্যবিধি। খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে থাকতে হচ্ছে বায়ো সিকিউর বাবলে (জৈব সুরক্ষা বলয়)। যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, মাঠ থেকে সরাসরি যেতে হয় টিম হোটেলের সেই বাবলে।

টানা এই বাবলের মধ্যে থেকে মানসিকভাবে নাজুক হয়ে পড়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে আর নিজ দেশে হতে যাওয়া বিগ ব্যাশ খেলতে রাজি নন। বরং স্ত্রী-কন্যাদের নিয়ে সাজানো পরিবারকে সময় দেয়াই বেছে নিয়েছেন ওয়ার্নার।

একই পথে হাঁটলেন ওয়ার্নারের সতীর্থ ও কাছের বন্ধু স্টিভেন স্মিথ। তিনিও জানিয়েছেন, এবারের বিগ ব্যাশ খেলার কোন ইচ্ছা নেই তার। এমনকি চারদিকে নানান গুঞ্জন শোনা গেলেও, তার নিজের কোনো সম্ভাবনা নেই বিগ ব্যাশে খেলার। এছাড়া মিচেল স্টার্ক ও প্যাট কামিনসও বিগ ব্যাশ থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও