চোখের মধ্যে কিলবিল করছে কৃমি, সার্জারির ভিডিও ভাইরাল
চোখের মধ্যে কিলবিল করছে কৃমি। আর চোখ থেকে একটা একটা করে সেই কৃমি বের করে আনছেন চিকিৎসকরা। আর সেই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, চিনের জিয়াংসু প্রদেশের সুঝোও উপত্যকার মিউনিসিপ্যাল হাসপাতালের ঘটনা এটি।
জানা গেছে, কয়েকদিন আগে চোখে জ্বালা-যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসেন ৬০ বছরের বৃদ্ধ ইয়ান। প্রথমে গা ছাড়া মনোভাব দেখালেও পরের দিকে রীতিমতো অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে আসতে এক প্রকার বাধ্যই হন তিনি।
হাসপাতালে একাধিকবার তার চোখ পর্যবেক্ষণ করা হয়। জি টিং নামের এক চিকিৎসক তার চোখ পরীক্ষা করে নিজেই স্তম্ভিত হয়ে যান। তিনি দেখেন রেটিনা জুড়ে বাসা বেঁধেছে গোলকৃমি। সঙ্গে সঙ্গেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.