![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F5ee7d84a-a21b-45dd-b396-6f72ca86eee5%252Fjad.jpg%3Frect%3D0%252C0%252C2000%252C1050%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F0f57d011-95c9-4c51-ae22-a9a2d3127591%252Fstamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
চেন্নাইকে রোমাঞ্চকর ম্যাচ জিতিয়েও হাসির পাত্র জাদেজা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৬:৪৬
পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচটি। আইপিএলে কাল রাতের উত্তেজনা ভরা রুদ্ধশ্বাস ম্যাচটি জেতার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু হাতের মুঠো থেকে যেন অবিশ্বাস্যভাবে ম্যাচটি বের করে নিয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা। শেষ ওভারের নাটকীয়তায় পর পর দুটি ছক্কা মেরে চেন্নাইকে উপহার দেন ৬ উইকেটের জয়। এমন রোমাঞ্চে ভরা ম্যাচটি জিতেও সবার কাছে হাসির পাত্র হয়ে রইলেন জাদেজা।ম্যাচের শেষ ৬ বলে চেন্নাইয়ের দরকার ছিল ১০ রান।