অক্টোবরে ২৬ বছরের শীতলতম রাত দিল্লিতে
ভারতের দিল্লিতে অক্টোবরের শেষ সপ্তাহে উল্লেখযোগ্য হারে তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সেখানে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ২৬ বছর পর অক্টোবর মাসে সর্বনিম্ন।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা এভাবে কমতে থাকবে। ফলে নভেম্বরের প্রথম সপ্তাহে পুরোপুরি শীত নামবে দিল্লিতে। এছাড়া সেখানকার তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে চলে আসতে পারে। আকাশে মেঘের আচ্ছাদনের অভাবে তাপমাত্রার কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে বাড়তে পারে কুয়াশা।
আবহাওয়া অধিদফতরের আঞ্চলিক শাখার প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানান, ১৯৩৭ সালের অক্টোবর মাসে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৪ সালের ৩১ অক্টোবরের রাতে দিল্লির তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এরপর গতকাল বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা ১২.৫ ডিগ্রিতে নামল, যা ১৯৯৪ সালের অক্টোবরের তুলনায় ০.২ ডিগ্রি বেশি।