![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/30/og/143535_bangladesh_pratidin_Parliament-bdp.png)
বিশেষ অধিবেশনের জন্য সাংবাদিকদের করোনা টেস্ট করবে সংসদ সচিবালয়
মুজিববর্ষের বিশেষ অধিবেশন কভার করতে পারবেন সংসদ বিটের সাংবাদিকরা। তবে এজন্য সংসদ পাস সংগ্রহ করতে হলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় স্বাস্থ্যবিধি মেনে সংসদের অধিবেশন শুরু হবে। এদিন সভাপতিমণ্ডলী নির্বাচন ও শোক প্রস্তাব গ্রহণের মাধমে অধিবেশন মূলতবি হবে।