ঘুরে দাঁড়িয়েছে আবাসন খাত, কালো টাকায় ফ্ল্যাট-প্লট কিনছেন অনেকেই
স্বাভাবিক সময়ের মতো বেচাকেনা না হলেও বর্তমানে ফ্ল্যাট ও প্লটের বিক্রি বেড়েছে। কালো টাকা সাদা করার সুযোগে বিদেশ থেকে টাকা (রেমিট্যান্স) এনে অনেকে ফ্ল্যাট ও প্লট কিনছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ফ্ল্যাট ও প্লট কেনার প্রবণতা বেড়েছে। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি না হলেও করোনাকাল অনুযায়ী, আবাসন খাতে রমরমা ব্যবসা হচ্ছে। এতে একদিকে ক্রেতাদের আগ্রহ ও বেচাকেনায় এই খাতের উদ্যোক্তাদেরকে উৎসাহ দিচ্ছে। অন্যদিকে সরকারও অন্য যে কোনও সময়ের চেয়ে এই খাত থেকে এখন সবচেয়ে বেশি রাজস্ব আহরণ করছে।
বর্তমানে ফ্ল্যাটের দাম কিছুটা কম থাকায় ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তবে যেভাবে চাহিদা বাড়ছে, তাতে কিছু দিনের মধ্যেই ফ্ল্যাটের দাম বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন।