কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে নবির আগমনে ধন্য এ ধরা

ইত্তেফাক প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১০:০৫

মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে মহান আল্লাহ এই ধরণিতে অসংখ্য নবি-রসুল পাঠিয়েছেন। নবি-রসুলদের আগমন ধারায় সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি হলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ (স)। মহান আল্লাহর যত সৃষ্টি আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন হযরত মুহাম্মদ (স)। তাঁর মর্যাদা সম্পর্কে আমরা যতই বলি, যতই লিখি কখনো তা শেষ হবার নয়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা তাঁর প্রিয় হাবিবের শানে কুরআনুল কারিমে সুরা ইনশিরার ৪ নম্বর আয়াতে বলেছেন, ‘হে নবি আমি আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা দিয়েছি।’ রসুল (স) কে নিয়ে বহু দার্শনিক, বহু গবেষক, বহু কবি অনেক লেখা লিখেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নবিজি সম্পর্কে নিবেদন করে বলেন, ‘সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা/ সেই ফুলেরই খোশবুতে আজ দুনিয়া মাতোয়ারা/ সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ-সুরুজ গ্রহ-তারা/ ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগণ নিরালা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে