রাজধানীর নয়া পল্টনে রিক্রুটিং এজেন্সি আফিফ ইন্টারন্যাশনাল-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মানব পাচারের অভিযোগে চালানো এ অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শুরুর আগেই পালিয়ে যায় অফিফ ইন্টারন্যাশনালের প্রোপাইটার জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান চলে। রাত সাড়ে ১০টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এসব তথ্য জানান।