মের্কেল আর ম্যাক্রোঁকে চাপে রাখতে সংসদেই অনশন
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ২২:৩১
ইউরোপীয় পার্লামেন্টের এক ফরাসি সদস্য স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত দিন-রাত সংসদের ভেতরে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। বুধবার অনশনের বিষয়ে বার্তা সংস্থা এএফপিকে ওই সাংসদ পিয়েরে লারুতুরোঁ বলেন, ‘আমি কিছু না খেয়ে দিন-রাত সংসদের ভিতরে থাকবো।’
এর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে ফরাসি এই রাজনীতিবিদ জানান, সংসদে অনশন শুরু করার মূল কারণ ‘(জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা) মের্কেল এবং (ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল) ম্যাক্রোঁর ওপর চাপ বাড়ানো।’ লারুতুরোঁ আরো জানান, তার লক্ষ্য ‘নিজে মরা নয়, লাখো মানুষের মৃত্যু এড়ানো।’