লক্ষ্মীপূজা শুক্রবার

সমকাল প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ২২:৩৪

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদযাপন হবে আগামীকাল শুক্রবার রাতে। এটি কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা উদযাপন করা হয়। পঞ্জিকা অনুসারে, শুক্রবার রাত ছাড়াও শনিবার সকাল পর্যন্ত লক্ষ্মীপূজা হবে।

লক্ষ্মী ঘরে ঘরে ধনসম্পদ তথা ঐশ্বর্যের দেবী হিসেবে পূজিত হন। এ ছাড়া উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। আর কোজাগরী অর্থ 'কে জেগে আছো'। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, বছরের সবচেয়ে উজ্জ্বল রাত আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষুষ্ণলোক থেকে পৃথিবীতে নেমে আসেন পূজা নিতে। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকে না, বরং সুখ-স্বাচ্ছন্দ্য বাড়ে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেবী প্রশ্ন করেন, 'কে জেগে আছো'। তাই লক্ষ্মীপূজা ভক্তদের কাছে কোজাগরী পূজাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও