You have reached your daily news limit

Please log in to continue


ফ্রান্সে জোড়া হামলায় চরম আতঙ্ক; দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ফ্রান্সে জোড়া হামলার ঘটনায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে, এতে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ম্যাক্রোঁ সরকার। দেশটির নিস শহরে গির্জায় ছুরি হামলায় তিনজন নিহত ও অপর এক ঘটনায় হামলা চেষ্টাকারী পুলিশের গুলিতে নিহত হওয়ার পরই আজ বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এ ঘোষণা দেন। জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিস শহরের নটর ডেম গির্জার কাছে বা গির্জার ভেতরে ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। নিস শহরের মেয়র, ক্রিটিয়ান এস্ট্রোসি এই আক্রমণটিকে সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গির্জার অভ্যন্তরে নিহত ব্যক্তিদের মধ্যে একজন গির্জার ওয়ার্ডেন বলে মনে করা হচ্ছে। একজন নারী গির্জার অভ্যন্তর থেকে পালানোর চেষ্টা করেন। পরে একটি বারে পালিয়ে যান। আটক করার সময় সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ গুলি করেছে। ওই ব্যক্তি এখনো বেঁচে আছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন