You have reached your daily news limit

Please log in to continue


আকাশে ডানা মেললো উডুক্কু ‘স্পোর্টস কার’

হলিউডের সিনেমায় উডুক্কু গাড়ির ব্যবহার দেখা যাচ্ছে অনেক আগে থেকেই৷ ভবিষ্যত প্রজন্মের এই উডুক্কু গাড়ির দেখা মিলছে এখন বাস্তবেও৷ স্লোভাকিয়ার আকাশে এমনই এক উডুক্কু স্পোর্টস গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট শেষ করেছে ক্লেইন ভিশন ব্রিটিশ ট্যাবলেট মিররের প্রতিবেদন বলছে, এয়ারকার নামের রাস্তায় চলা গাড়িটি তিন মিনিটের কম সময়ে উডুক্কু গাড়িতে রূপান্তরিত হতে পারে পরীক্ষামূলক ফ্লাইটে পিয়েস্তা এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছে গাড়িটি৷ দেড় হাজার ফুট ওপরে উড্ডয়ন শেষে সফলভাবে ভূমিতে নেমেও এসেছে এটি৷ দুই আসনের এক হাজার একশ' কেজির উডুক্কু গাড়িটি প্রতি ফ্লাইটে দুইশ' কেজি পর্যন্ত ভর বহন করতে পারে৷ ধারণা করা হচ্ছে, একবারে এক হাজার কিলোমিটার পর্যন্ত চলবে গাড়িটি৷ এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুইশ' কিলোমিটার৷ বোয়িংয়ের জেষ্ঠ্য কারগরি কর্মকর্তা ড. ব্র‍্যাংকো সার বলেছেন, "গাড়িটিকে একটি উড়োজাহাজে রূপান্তরের ক্ষেত্রে ডানা এবং লেজের অংশের উন্নয়ন অত্যন্ত আকর্ষণীয়৷"
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন