এবার জেদ্দায় ফরাসি দূতাবাসে ছুরি হামলা
ফ্রান্সের নিস শহরে ভয়াবহ ছুরি হামলার ঘটনার পর এবার সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ফরাসি দূতাবাসেও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে ফরাসি দূতাবাস থেকে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলাকারী একজন সৌদি নাগরিক। তিনি ছুরি নিয়ে দূতাবাসের এক প্রহরীর ওপর অতর্কিত হামলা করেন।
এদিকে ফরাসি দূতাবাস জানিয়েছে, আহত প্রহরী ভালো আছেন এবং শঙ্কামুক্ত রয়েছেন।
ফ্রান্সে ইসলাম ধর্মের পথপ্রদর্শক মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র আঁকা ও সেটিকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সমর্থণের ঘটনায় বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বেশ ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছুরিকাঘাত
- ফরাসি নাগরিক
- দূতাবাস