তৃতীয় বিশ্বের জন্য ভ্যাকসিন বহুদূর!
বণিক বার্তা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৯:০৩
করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন আবিষ্কারকরা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে দ্রুততার সঙ্গে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করছে। সাম্প্রতিক একটি গাণিতিক মডেল অনুসারে, আগামী বছরই বৈশ্বিক জনসংখ্যার প্রায় দ্বিগুণ অর্থাৎ ১ হাজার ৬০০ কোটি ডোজ ভ্যাকসিন উত্পাদন করা সম্ভব হবে।
তবে গত মাসের একটি পূর্বাভাস অনুযায়ী, ভ্যাকসিন উত্পাদনে ব্যর্থতা ও বিভিন্ন বাধার কারণে এই পূর্বাভাসগুলো অর্ধেকের বেশি কমে যেতে পারে। অর্থ্যাৎ ভ্যাকসিনের উত্পাদন ৮০০ কোটিরও নিচে নেমে যেতে পারে।
এই ভ্যাকসিন প্রাপ্তি আসলে অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। পরীক্ষামূলক কোন ভ্যাকসিনটি আগেভাগে অনুমোদন পাবে কিংবা কবে নাগাদ ভ্যাকসিনগুলো চূড়ান্ত ট্রায়াল শেষ করতে পারবে- তা এখনো নিশ্চিত করে বলা