নওগাঁর নিয়ামতপুরে মাঠে মাঠে এখন হাওয়ায় দুলছে আমনের সোনালি শীষ। সবুজের মধ্যে সোনালি ধানের শীষে রঙ্গিন হয়ে উঠছে কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে ক্রমেই পেকে সোনালি বর্ণ ধারণ করছে আমন ধান। এরইমধ্যে আগাম জাতের কিছু কিছু ধান কাটা শুরু হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে পুরোদমে আমন কাটার প্রস্তুতি নিচ্ছেন নিয়ামতপুর উপজেলার কৃষক। প্রতিবছর হেমন্তের এই সময়ে নিয়ামতপুর উপজেলার কৃষকরা সোনালি ধান কাটা শুরু করেন। এবারও ব্যতিক্রম হয়নি। আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে এরই মধ্যে। অগ্রহায়ণে পুরোদমে আমন কাটা-মাড়াই শুরু করবেন নিয়ামতপুরের কৃষকরা। চলতি মৌসুমে সময়মতো পানি ও অনুকূল আবহাওয়া থাকায় অন্য সব বছরের চেয়ে আমন চাষাবাদ ভাল হয়েছে। আশানুরূপ ফলনের চেয়েও বেশি ফলনের সম্ভাবনাও রয়েছে। কৃষকরা এখন সোনালি ধানের হাওয়ায় দোলানো শীষের মাঝেই বুনছে রঙ্গিন স্বপ্ন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৬শ ৬৫ হেক্টর জমিতে। এর মধ্যে ২৯ হাজার ৭শ’ ৮৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এবারে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৮শ ২০ মে.টন। গড় ফলন ৩.২৩ মে.টন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.