দিল্লিতে ২৬ বছরে শীতলতম অক্টোবর, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে
অক্টোবরের শেষ হপ্তাতেই তাপমাত্রার পারদ তরতরিয়ে নামছে দিল্লিতে। বৃহস্পতিবার দেশের রাজধানীর তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ২৬ বছরে ‘শীতলতম অক্টোবর’। মৌসম ভবনের পূর্বাভাস, নভেম্বরের আগেই দিল্লি পুরোদস্তুর শীতের কবলে চলে যেতে পারে। তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে। আকাশে মেঘের অভাবেই সর্বনিম্ন তাপমাত্রার পতন হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। তবে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশার দাপট।