বিয়ে নিয়ে অশান্ত বাড়ি! সঠিক সিদ্ধান্ত কীভাবে? জানুন
কমবেশি সবমেয়েকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে বিয়ে কবে করবি! বয়স ২৫ হলেই প্রথাগত ভাবে আত্মীয়স্বজন থেকে প্রতিবেশী সকলেই প্রশ্ন করতে শুরু করেন কবে মেয়ের বিয়ে দেবেন? অর্থাৎ বিএ-পাস না হলেও বিয়ে পাস হতেই হবে। মেয়ে মাত্রই বিয়ে করতেই হবে। শুধু তাই নয়, মেয়েদের বিয়ের বয়সও বেঁধে দেওয়া হয়। নিজে রোজগার করে স্বাধীনচেতা মনোভাব থাকলেই সেই মেয়ে হয়ে যায় উড়নচণ্ডী। ছোট থেকে বিয়ে-ঘর-সংসার এসব মেয়েদের মনে গেঁথে দেওয়া হয়। এদিকে প্রেম-প্রণয়ের সম্পর্ক থাকলেও হ্যাপা কম নয়। তখন আবার শুনতে হয় প্রেমই নষ্টের গোড়া। তবে আজকালকার মেয়েরা সহজে বিয়ে করতে চায় না। নিজের পড়াশোনা, কেরিয়ার, আত্মসম্মান নিয়ে সকলেই সচেতন। তবুও মেয়ের বয়স হলেই সচেতন আত্মীয়রা নিয়ে আসেন পাত্রের খোঁজ। মা-বাবাও এই ছেলের পরিবার ভালো, ওই ছেলের স্যালারি ভালো ইত্যাদি বলে কয়ে টেবিলে মেলে ধরেন একগুচ্ছ ছবি। অর্থাৎ তোমার একটা বিয়ে হলেই আমার শান্তি। কেন মেয়েদের উপর বিয়ের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় দেখে নেওয়া যাক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.