পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভুটানের মাঝে বাণিজ্য বৃদ্ধিসহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ভুটানের সাথে বাংলাদেশের শীঘ্রই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর (Preferential Trade agreement) হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। যা হবে বাংলাদেশের সাথে কোনো দেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ভুটানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে লেখাপড়া করায় আমরা গর্ববোধ করি। বর্তমানে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে গত ৫ বছর ধরে প্রতিবছর ভুটানের ১৫ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজে ভুটানের অনেক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.