বলাৎকারকে ধর্ষণ গণ্য করে শাস্তি মৃত্যুদণ্ড করতে লিগ্যাল নোটিশ
পুরুষ শিক্ষক কর্তৃক ছাত্রদের বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করে এ জাতীয় অপরাধকে ধর্ষণের মতোই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
একই সঙ্গে, আলিয়া এবং কওমি মাদরাসায় প্রয়োজনীয় সংখ্যক মহিলা শিক্ষক নিয়োগ করে শিশুদের মহিলা শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা নিতে নোটিশে বলা হয়েছে। পাশাপাশি মাদরাসা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ, কওমি মাদরাসা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়নে নোটিশে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ই-মেইল ও ডাকযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার।