আমস্টারডাম শহরের নতুন আকর্ষণ ‘নেক্সট’ মিউজিয়াম
আমস্টারডাম শহরের নানা মিউজিয়াম পর্যটক ও বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত জনপ্রিয়৷ এবার নতুন এক মিউজিয়াম ইনস্টলেশন আর্টের মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবীর নানা সম্ভাব্য চিত্র তুলে ধরছে৷ দর্শকরা সেই জগতে কার্যত ডুব দিতে পারছেন৷
আমস্টারডাম শহরে ডিজিটাল শিল্পের নতুন মিউজিয়ামের নাম ‘নেক্সট’৷ দর্শকরা সেখানে মাল্টিমিডিয়া ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতার স্বাদ পেতে পারেন৷ প্রথম প্রদর্শনীতে সাতটি সৃষ্টিকর্ম তুলে ধরা হয়েছে৷ মুখচ্ছবি শনাক্ত করার প্রযুক্তি, ডিজিটাল নজরদারি অথবা জলবায়ু পরিবর্তনের পরিণামের মতো বিষয় তাতে উঠে এসেছে৷
আমাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে গেলে কী অবশিষ্ট থাকবে? প্রযুক্তি ও প্রাকৃতিক উপাদানে ভরা এক ইন্টারঅ্যাকটিভ শিল্পের জগত কি আসল প্রকৃতির মতো অনুভূতি সৃষ্টি করতে পারে?
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মিউজিয়াম